নিজস্ব প্রতিনিধি – করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে আংশিক লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। করোনার বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে রাজ্যবাসীকে। পাশাপাশি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও নার্সিং হোমকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

আফ্রিকা অঞ্চলে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে পশ্চিমবঙ্গজুড়ে বাড়ছে উদ্বেগ। অবশ্য এখন পর্যন্ত ভারতের কোথাও অমিক্রন ধরনে আক্রান্ত কাউকে শনাক্ত করার খবর পাওয়া যায়নি। এরপরও কেন্দ্রীয় সরকারের নির্দেশে অমিক্রন প্রতিরোধের জন্য আগাম ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার ঘোষণা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গজুড়ে আংশিক লকডাউনের মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। আগের ঘোষণা অনুযায়ী গতকালই আংশিক এ লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ ডিসেম্বরে পর্যন্ত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যথারীতি চলবে রাত্রিকালীন কারফিউ। এ সময়ে রাজ্যে বন্ধ থাকবে সব যানবাহন এবং মানুষের চলাচল। এই নিয়ম ভঙ্গকারীকে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের অধীন শাস্তি দেওয়া হবে।

অন্যান্য ক্ষেত্রেও কিছু কিছু বিধি আগের মতো বহাল রাখা হয়েছে। রাজ্যের সব মানুষকে করোনাবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে। রাজ্যবাসীকে মুখে মাস্ক পরতে ও দূরত্ববিধি মেনে চলতে বলা হয়েছে। হাটবাজার, অফিস-আদালতও খুলতে হবে কোভিডের বিধি মেনে।

এদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সবশেষ ২৪ ঘণ্টার স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে নতুন করে ৭০৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ১৩ জন। সবশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ হার ছিল ১ দশিমক ৯৩ শতাংশ।

Loading