নিজস্ব প্রতিনিধি: আজ, বুধবার তামিলনাড়ুতে ১১টি নতুন সরকারি মেডিকেল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিকেল কলেজের উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে চেন্নাইয়ের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল-এর নতুন ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিরুধুনগর, নামাক্কল, নীলগিরি, তিরুপুর, তিরুভাল্লুর, নাগাপট্টিনম, ডিন্ডিগুল, কাল্লাকুরিচি, আরিয়ালুর, রামনাথপুরম এবং কৃষ্ণগিরি-এই জেলাগুলিতে নতুন মেডিকেল কলেজগুলি স্থাপিত হচ্ছে। এই মেডিকেল কলেজগুলির জন্য প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। দেশের পড়ুয়ারা যাতে খুব কম খরচে ডাক্তারি পড়তে পারেন, সেই লক্ষ্যেই এই নতুন সরকারি মেডিকেল কলেজের উদ্বোধন করা হচ্ছে। ১১টি মেডিকেল কলেজ মিলিয়ে ১ হাজার ৪৫০টি আসন থাকবে পড়ুয়াদের জন্য।

 233 total views,  2 views today