শান্তি রায়চৌধুরী: ২২ তারিখেই হবে ৪ পুরসভায় ভোট। কড়া করোনা বিধি আরোপ করল নির্বাচন কমিশন। কমিশনের কড়া করোনা বিধি গুলি হল-

**রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিলে নিষেধাজ্ঞা।

**বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বাধিক ৫ জনকে অনুমতি।

**কমানো হল প্রচারের সময়সীমা। ভোট শুরুর ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার।

**৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে প্রচার।

**খোলা মাঠে ৫০০-র বেশি জনসমাগম করে সভা নয়।

**প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের অন্তত একটি টিকা বাধ্যতামূলক।

**প্রতি পুরসভার ক্ষেত্রে একজন নোডাল হেল্থ অফিসার নিয়োগ করতে হবে।

Loading