নিজস্ব প্রতিনিধি – ২০১৫-র কলকাতা পুরভোটে এই বরোর সাত ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৫ ও বাম ২ টিতে জিতেছিল। কংগ্রেস বা বিজেপি কোনও ওয়ার্ডে জিততে পারেনি।  ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিধানসভার ওয়ার্ডভিত্তিক ফলাফল অনুসারে তৃণমূল সাত আসনেই এগিয়ে ছিল। সি ভোটার সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী,  এই ওয়ার্ডে তৃণমূলেরই রমরমা থাকতে পারে। জিততে পারে সাতটি ওয়ার্ডেই।

 সি ভোটার সমীক্ষার ফল অনুযায়ী, এই বরোতে তৃণমূল ৫০ শতাংশ, বিজেপি ২৪ শতাংশ, বাম ১২ শতাংশ, কংগ্রেস ৪ শতাংশ, অন্যান্য ১০ শতাংশ ভোট পেতে পারে।

কলকাতা পুরসভার সাত নম্বর বরোয় ওয়ার্ড সংখ্যা ৯। ২০১৫-র কলকাতা পুরভোটে এই বরোতে আট ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। বামেরা পেয়েছিল ১ ওয়ার্ড। ২০২১-এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফল অনুযায়ী, তৃণমূল এগিয়ে সবকটি ওয়ার্ডেই।

সি ভোটার সমীক্ষার ফল অনুযায়ী, এবারের কলকাতা পুরভোটে তৃণমূলের প্রাপ্ত ওয়ার্ড আগের নির্বাচনের মতোই অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, একটি আসন পেতে পারে বিজেপি। বামেদের শূন্য হাতে ফিরতে হতে পারে।

সমীক্ষা অনুযায়ী, ওই বরোতে তৃণমূল ৫২ শতাংশ, বিজেপি ২৬ শতাংশ, বাম ৮ শতাংশ, কংগ্রেস ১ শতাংশ ও অন্যান্য ১৩ শতাংশ ভোট পেতে পারে।

কলকাতা পুরসভার পাঁচ নম্বর বরোয়া রয়েছে ১১ টি ওয়ার্ড। ২০১৫-র কলকাতা পুরভোটে এই বরোয় সাত ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। কংগ্রেস ২, বিজেপি ১, বাম ১ ওয়ার্ডে জিতেছিল। ২০২১-র বিধানসভা নির্বাচনে ওয়ার্ডভিত্তিক ফলাফলের নিরিখে তৃণমূল ৯ ওয়ার্ডেই বিরোধীদের পিছনে ফেলেছিল। একটি করে ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি ও কংগ্রেস।

সি ভোটারের সমীক্ষার ফলাফল অনুযায়ী, এবারের পুরভোটে এই বরোতে তৃণমূল ৯ টি ওয়ার্ড পেতে পারে। এই বরোতে বিজেপি ও বাম একটি করে ওয়ার্ডে জিততে পারে।

সমীক্ষা অনুযায়ী, প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল ৫০ শতাংশ, বিজেপি ২৩ শতাংশ, বাম ৫ শতাংশ, কংগ্রেস পাঁচ শতাংশ ও অন্যান্য ১৭ শতাংশ ভোট পেতে পারে।

একটি বেসরকারি চ্যানেল ও একটি সংস্থার যৌথ সমীক্ষায় কলকাতা পুরভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত মিলল।

কলকাতা পুরনিগমের ১৬টি বোরোর ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সোমবার ৮টি বোরোর ৬৯টি ওয়ার্ডের ফলাফলের পূর্বাভাস প্রকাশ করেছে চ্যানেলটি। সেখানে দেখা যাচ্ছে, ৬৪টি আসনেই জিততে পারে তৃণমূল। চারটি আসনে জয়ের সম্ভাবনা বিজেপির। একটি আসন পেতে পারে বামেরা। কংগ্রেসের ঝুলি আপাতত শূন্য। প্রথম পর্বের সমীক্ষার ফল অনুযায়ী চারটি বোরো বিরোধীশূন্য থাকতে পারে।

Loading