শান্তি রায়চৌধুরী: মার্চ মাসেই আইপিএল  শুরু করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড । সব কিছু ঠিকঠাক চললে ২৭ মার্চ শুরু হতে পারে টুর্নামেন্ট। কোথায় টুর্নামেন্ট আয়োজন করা হবে, তাও মোটামুটিভাবে ভেবে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শনিবার দশটি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের একটি বৈঠক হল। সূত্রের খবর, সেখানে বোর্ডের তরফে দলগুলিকে জানানো হয়েছে, ২৭ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভেবে রেখেছে তারা। সেই সঙ্গে টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসাবে মুম্বইকে ঠিক করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মুম্বইয়েই দশ দলের সমস্ত ম্যাচ আয়োজন করা হবে ।

শোনা যাচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে শুধু মুম্বইয়েই টুর্নামেন্ট করার কথা ভাবা হচ্ছে । কারণ হিসাবে শোনা যাচ্ছে, গতবার বিভিন্ন শহরে টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে সংক্রমণ ছড়িয়েছিল দলগুলোয় ।

যে কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দিতে হয়েছিল। সেরকম কোনও বিপত্তি যাতে না হয়, তা এড়াতেই এবার একই শহরে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবা হয়েছে। যাতে কোনও দলকে একটা ম্যাচ খেলে পরের ম্যাচ খেলার জন্য বিমানযাত্রা না করতে হয় ।

পাশাপাশি শোনা যাচ্ছে, মুম্বইয়ে তিনটি মাঠে খেলা করা যাবে ভেবেই এই শহরকে কেন্দ্র হিসাবে ভাবা হয়েছে। ওয়াংখেড়ের পাশাপাশি ব্রেবোর্ন ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচ করা যাবে। তবে পুরোটাই এখনও প্রাথমিক স্তরে। স্থানীয় প্রশাসনের তরফে কিছুই চূড়ান্ত হয়নি। তাই বিকল্প ভেন্যু হিসাবে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহির কথাও ভেবে রাখা হয়েছে।

তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্লে অফের ম্যাচগুলি আমদাবাদে করার ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে বলে সূত্রের খবর। ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে সবকিছু চূড়ান্ত করে ফেলা হবে বলে জানানো হয়েছে দলগুলিকে।

Loading