নিজস্ব প্রতিনিধি – প্রায় দুই দশক আগের কথা। অমিতাভ বচ্চনের পেশাগত জীবনের লেখচিত্র তখন খানিক নিম্নগামী। ছবিতে কাজ পাচ্ছিলেন না শাহেনশা। ঠিক এমন সময়ে ছোট পর্দার এক অনুষ্ঠানে সঞ্চালনার প্রস্তাব আসে তার কাছে।

রোজগারের তাগিদে সাত-পাঁচ না ভেবেই রাজি হয়ে যান তিনি। সে অনুষ্ঠান অর্থাৎ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ২১ এ পা রাখল শুক্রবার। অতিথি হয়ে এলেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন নন্দ এবং নাতনি নভ্য নভেলি নন্দ।

দীর্ঘ পথ পেরিয়ে এসে পরিবারের সদস্যদের সামনেই আবেগপ্রবণ অমিতাভ। অতীত ফিরে দেখলেন তিনি। বললেন, ২১ বছর কেটে গেল। ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল। তখন কী হবে, কিছুই জানতাম না। লোকে বলেছিল, বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে এলে আমার ভাবমূর্তি নষ্ট হতে পারে।

চোখ ভিজে এল অমিতাভের। তিনি আরও বললেন, তখন আমার পরিস্থিতি ঠিক ছিল না। ছবিতে কাজ পাচ্ছিলাম না। কিন্তু এ অনুষ্ঠান শুরুর পর মানুষের ভালবাসা পেয়েছিলাম। মনে হয়েছিল পৃথিবীটাই আচমকা বদলে গেল।

এ অনুষ্ঠান অমিতাভকে নিরাশ করেনি। ছোট পর্দায় আসার সিদ্ধান্ত নিয়ে যে ভুল করেননি তিনি, দর্শকের ভালবাসাই তা বুঝিয়ে দিয়েছে বার বার।

তাই এটি পাওয়ার জন্য তিনি একাধিক বিয়ে করেন। মোনেট্টি দাবি করেন, সত্যই তিনি ভালোবাসায় পুরোপুরি বিশ্বাস করেন। তাই সহজে প্রেমে পড়ে যান। এখনও ভালোবাসায় ক্লান্ত হননি।

Loading