শান্তি রায়চৌধুরী: সোমবার হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানান হয়, ‘নির্ঘণ্ট মেনে ২২ জানুয়ারিই হবে ৪ পুরসভার ভোট’। চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরসভার ভোট করা হবে ওই নির্ধারিত দিনেই। এও জানান হয়েছে যে,এই পুরসভাগুলির নির্বাচন পিছনোর কোনও পরিকল্পনা
নেই। ভোট পিছোনোর দাবিতে যে মামলা হাইকোর্টে করা হয়েছিল আজ ফের শুনানি।
240 total views, 2 views today