নিজস্ব প্রতিনিধি; তামিলনাড়ু রাজ্যের মথুরায় বুথে হিজাব-পরা নারীকে ভোট দিতে বাধা দেওয়ায় ক্ষমতাসীন বিজেপির এক পোলিং এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বিজেপিকর্মীর নাম গিরিনন্দন (৪০)। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেলিপুর পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ডের আল-আমিন হাইস্কুলে ভোটের সময় এক নারীর  মুখ দেখা না-যাওয়ার কারণে আপত্তি জানান ওই যুবক। এই ঘটনার কারণে সেখানে ভোটগ্রহণ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনার ভি পালানিকুমার বলেন, এ বিষয়ে তিনি অবগত আছেন। জেলা কালেক্টরকেও জানানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 46 total views,  2 views today