নিজস্ব প্রতিনিধি: করোনা আবহাওয়ার মাঝে বলিউডে চলছে বিয়ের মৌসুম। বিয়ের পিঁড়িতে বসতে দেখা গেল রাজকুমার রাও-পত্রলেখা, ভিকি-ক্যাটরিনা, অঙ্কিতা লোখান্ডে থেকে শুরু করে মৌনি রায়। একের পর এক বিয়ের সংবাদ সামনে আসায়, এবার অপেক্ষায় ভক্তমহল, কবে বিয়ের পিঁড়িতে বসবে আলিয়া-রণবীর কাপুর?
বেশ কিছুদিন থেকেই চলছিলো এই তারকা জুটির বিয়ের চর্চা। এবার নাকি বিয়ের পাঠ চুকিয়ে নিতে চান তারকা জুটি। প্রথমে শোনা গিয়েছিল, ২০২১ সালের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু সেই তারিখ পিছিয়ে গেল এপ্রিল মাসে। অন্তত এমনই খবর বলিউড পাড়ায়।
28 total views, 2 views today