শান্তি রায়চৌধুরী: করোনার জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস আবার বন্ধ।

এদিকে এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় জন্য প্রাক্টিক্যাল ক্লাস খুবই জরুরী। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক পদক্ষেপ।

কি পদক্ষেপ নেওয়া হলো:

এবার অনলাইনে প্রাক্টিক্যাল ক্লাস করানো হবে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের। কার্যত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মত বিষয়গুলোর ওপর অনলাইনে প্রাক্টিক্যাল ক্লাস ভিডিও আপলোড করবে শিক্ষা সংসদ।

এ ব্যাপারে বিস্তারিত জানুন;

পয়লা ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট এবং বাংলা শিক্ষা পোর্টালে এই ভিডিওগুলি পাওয়া যাবে। মূলত জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রাক্টিক্যাল ক্লাসের জন্য বেশ কয়েকটি স্কুলের ল্যাব বেছে নিয়েছে।

সেগুলিকে ব্যবহার করে শিক্ষক-শিক্ষিকারা প্রাক্টিক্যাল ক্লাস নিয়েছেন। সেই ক্লাসগুলি রেকর্ড করে অনলাইনে শিক্ষা সংসদের পক্ষ থেকে দেওয়া হবে।

নাম দেয়া হয়েছে ভার্চুয়াল ল্যাব:

এই পদ্ধতিকে অনলাইন প্রাক্টিক্যাল ক্লাস না বলে শিক্ষা সংসদের পক্ষ থেকে ‘ভার্চুয়াল ল্যাব’ নাম দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপ কার্যত পড়ুয়াদের যথেষ্ট সাহায্য করতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 42 total views,  2 views today