শান্তি রায়চৌধুরী: ভাতিন্দা বিমানবন্দরে বেঁচে ফিরতে পেরেছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন।” গত মঙ্গলবার পাঞ্জাবে তাঁর কনভয় আটকে পড়ার পর বিমানবন্দরে ফিরে এসে রাজ্য সরকারের আধিকারিকদের একথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করবে বিজেপি । দেশজুড়ে হবে মহামৃত্যুঞ্জয় জপ, এমনই খবর দলীয় সূত্রের।
দিল্লির কনৌট প্লেসের হনুমান মন্দিরে প্রার্থনা করবেন জেনারেল সেক্রেটারি অরুণ সিংহ, দুষ্মন্ত্য গৌতম এবং বৈজন্ত পাণ্ডা।
গুফা মন্দিরে মহা মৃত্যুঞ্জয় জপ করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এর পাশাপাশি মহাকালেশ্বর এবং ওমকারেশ্বরে প্রার্থনা ও জপ করা হবে। বারাণসীতে আজ শুক্রবার ভৈরব মন্দিরে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা ও আরতি করা হবে। একইভাবে দেশের বিভিন্ন মন্দিরে মানুষ মহামৃত্যুঞ্জয় জপ করবেন বলে বিজেপি সূত্রের খবর।