শান্তি রায়চৌধুরী: করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলী এখন উডল্যান্ড হাসপাতালে নিভৃতবাসে আছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সৌরভের অবস্থা স্থিতিশীল। গলায় সামান্য ব্যাথা আছে।
হাসপাতালে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টেলিফোন করেন সৌরভকে। কিন্তু, যে ফোনটি সৌরভকে সব থেকে বেশি অভিভূত করেছে সেটি করেছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ সৌরভ এর স্বাস্থ্যের খোঁজ নেন। তাকে নিয়ম বিধি পালনের পরামর্শ দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বোর্ড সভাপতির শারিরীক অবস্থা স্থিতিশীল। সিটি ভ্যালু কম থাকায় তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। তাতে বোঝা যাবে, সৌরভের শরীরে অমিক্রন বাসা বেঁধেছে কিনা। সৌরভ দ্রুত করোনাজয়ী হয়ে উঠুন, এই শুভেচ্ছাবার্তাও পাঠান মুখ্যমন্ত্রী।