নিজস্ব প্রতিনিধি – বিহার রাজ্যের মুজাফফরপুরে একটি নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।

রোববার (২৬ ডিসেম্বর) শহরটির শিল্পাঞ্চলে অবস্থিত মোদি কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল।

বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এই পরিস্থিতিতে পুলিশ ও দমকল বাহিনী মিলে উদ্ধার কাজ চালাচ্ছে।

Loading