নিজস্ব প্রতিনিধি – ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীসহ মোট ১৩ জন নিহত হয়েছেন সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায়। হেলিকপ্টারে ছিলেনই ১৪ জন, একমাত্র ব্যক্তি হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।
গ্রুপ ক্যাপ্টেন বরুণের দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং তামিল নাড়ুর ওয়েলিংটন শহরে অবস্থিত ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের ডিরেক্টিং স্টাফ পদে রয়েছেন।
এর আগে নিজের চালানো একটি এলসিএ তেজাস ফাইটার জেটকে বিধ্বস্তের হাত থেকে বাঁচানোর ঘটনায় ২০২০ সালে ভারতের স্বাধীনতা দিবসে ‘শুরিয়া চক্র’ পদক পেয়েছিলেন তিনি।