শান্তি রায়চৌধুরী : নীতি আয়োগের রিপোর্টে অনুযায়ী দেশের  সবচেয়ে দরিদ্র রাজ্য বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। এরমধ্যে দেশে সবচেয়ে গরিব রাজ্য হল বিহার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ।

ওই রিপোর্ট অনুযায়ী, বিহারে ৫১.৯১ শতাংশ দরিদ্র। ঝাড়খণ্ডে তা ৪২.১৬ শতাংশ। উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ। এরপর রয়েছে মধ্যপ্রদেশ এবং মেঘালয়। মধ্যপ্রদেশে দরিদ্র ৩৬.৬৫ শতাংশ এবং মেঘালয়ে ৩২.৬৭ শতাংশ।

অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দারিদ্র্য সূচকে ওপরের দিকে রয়েছে দাদরা ও নগর হাভেলি (২৭.৩৬ শতাংশ), জম্মু ও কাশ্মীর এবং লাদাখ (১২.৫৮ শতাংশ), দমন ও দিউ (৬.৬২ শতাংশ), চণ্ডীগড় (৫.৯৭ শতাংশ)।

এর পাশাপাশি দেশে দারিদ্রতা কম কেরলে। সেখানে দরিদ্র মোট জনসংখ্যার ০.৭১ শতাংশ। এরপরই রয়েছে গোয়া (৩.৭৬ শতাংশ), সিকিম (৩.৮২ শতাংশ), তামিলনাড়ু (৪.৮৯ শতাংশ) ও পঞ্জাব (৫.৫৯ শতাংশ)।

নীতি আয়োগের চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, সরকারি নীতি গ্রহণের ক্ষেত্রে বহুমাত্রিক দারিদ্র্য সূচক একটি গুরুত্বপূর্ণ দিক। দেশের বহুমাত্রিক দারিদ্র্য সূচক স্বাস্থ্য, শিক্ষা ও জীবনের মান-এই তিনটি বিষয়ে মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে।

Loading