ন্যায়ের প্রতীক তুমি

কলমে – করুণা দেবনাথ

নজরুল তুমি এসো আরবার

       গুছাতে বিশ্ব অন্ধকার !

ধর্ম বর্ণের হিংস্রতার আগুন

     চলছে আজো দুর্বার ।।

নজরুল তুমি এসো আরবার

     ন্যায়ের প্রতীক তুমি!

যুব সমাজ আজ নেশার কবলে

চিৎকারে বেসামাল ভূমি।।

নজরুল তুমি এসো আরবার

      গাহিতে সাম্যের গান!

নিপীড়িত বঞ্চিত লাঞ্চিত মানুষে

      ভরাইতে রিক্ত প্রাণ ।।

 নজরুল তুমি    এসো আরবার

         ভরাতে  শুষ্ক হৃদয়!

তোমার স্বপ্নকুঠে ঘুন ধরেছে

     ঔষধে করো অবক্ষয়।।

নজরুল তুমি এসো আরবার

ধরিতে আকিঞ্চনের হাত!

খুঁজছে মানব জাতির নাবিক

   লভিতে শান্তির প্রাত।।

নজরুল  তুমি এসো আরবার

গড়তে ভালোবাসার সেতু!

মেকিতে ভরেছে আজ সমাজ

      আত্মিক স্বার্থ হেতু।।

নজরুল  তুমি এসো আরবার

     স্বাধীনতার দূত হয়ে!

সাতাত্তুর তম স্বাধীন দিবসে

    নারীজাতি আজো ভয়ে।।

 

 209 total views,  2 views today