নব বর্ষ

কলমে 

সুখময় দাস

১৪ নম্বর, তারা মনি ঘাট রোড ঘাট রোড,

কলকাতা ৭০০০৪১

 

পায়ের  তলার  শরষে তোমার

নেইকো মোটেই  স্থিতি

অবিরাম চলছে তোমার

ভূবন  মোহন  গতি ।।

এইতো সেদিন  এসেছিলে

সে ছিল  পহেলা বৈশাখ

বারোটা  মাস  হতে না হতেই

আবার  দিচ্ছে, যে  হাকডাক  ।।

বজ্ঞ  পাজির প্রথম  দিন ই

নুতন  পোষাক  ণুতন  শাড়ি

নবান্য  যে আজ  পরমান)

পিঠেপুলি  আর মিষ্টির  হাঁড়ি ।।

মহাজনদের  বকেয়া  আদায়

হালখাতা  যারে  কয়

হিজরী  সনটা  পাল্টে  গিয়ে

কেমন করে তা হয় ।।

বাউলের  গান, গ্রামীন  মেলা জিলিপী  আর  পাঅঁপড় হাতে

খোকা খুকু বুড়ো  বুড়ি

আনন্দতে সবাই  মাতে ।।।

পুরান সব দুঃখ  ভুলে

আনন্দতে সবাই  মাতো

এসো হে বৈশাখ  তুমি

এ,,,,সো। এ,,,,,,,সো।।

 162 total views,  2 views today