নববর্ষে নববার্তা

কলমে ✍️: – সুমিতা পয়ড়্যা

কল্যাণী, নদীয়া

কালের গতির আবর্তনে পুরানো সব যাক ধুয়ে যাক–

চৈত্র শেষ,নতুন সাজে এসেছে নতুন বৈশাখ।

গাছে গাছে ফুলে ফলে কাঁচা আমের গন্ধ,

কাল বৈশাখী ঝড়ে জীবন জাগে নতুন করে ভুলে সকল দ্বন্দ্ব।

উৎসব নববর্ষ,নতুন আগমনীর গান——

নতুন আশা প্রাণে জাগুক,দীর্ঘ আঁধারের হোক অবসান।

না পাওয়ার বেদনা যত ঝরে যাক ঝরা পাতার মত;

নতুন দিগন্তে হোক সূচনা আছে নতুন বার্তা যত।

বিষণ্ণ মন,ছন্দপতন,আশাভঙ্গ সব যাক ভেসে—

ইচ্ছেগুলো ঘুরছে হাওয়ায় আসুক হেসে হেসে।

কত স্বপ্ন কত আশা কত আঁকিবুকি—

কত গল্প নতুন স্বপ্নের সাদা পাতায় আছে লেখালিখি।

নববর্ষের নব রবির কিরণে শুচি হোক ধরা,

মুছে যাক সব আছে যত গ্লানি যত জরা।

শান্তি-মানবতা-সাম্যের অধিকার নিয়ে বার্তা আনুক নতুন দিন,ধুলায় ধুসর তনু শোকে-দুঃখে হবে না লীন।

যত ক্ষোভ-রাগ-অভিমান সকলই হোক দূর,

উদার ছন্দে মুক্ত মনে বাজুক শান্তির সুর।

আজ যত জমাট স্বপ্ন আছে মেলুক পাখনাগুলো—-

হাতে হাত রেখে সবাই এক সাথে ভাবুক ভাবনাগুলো।

আসুক জোয়ার,আসুক শান্তি নববর্ষের প্রাক্কালে,

মানব হোক চিরনবীন,চিরমধুর মানবতার জাগরণ কালে।

………………………………………………………………………………………………………………

 

Loading