নারী

কলমে  – সরবত আলি মণ্ডল

গ্রাম – বালকী, পোস্ট – গোবিন্দপুর, থানা – স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা

 

আমি চিরসবুজ –

আমি রঙ বৈচিত্র্যে অনন্যা,

সূর্যের গুঁড়ো মেখে কখনো বনফুল

আবার চাঁদের কিরণ ছুঁয়ে মধুপের বন্যা,

প্রেমের বৈভবে আমিই শান্তির নীড়।

অথচ নারীত্ব আমার জন্মগত অপরাধ

তাই হাতে বংশ প্রদীপ জ্বলে না,

কত চাঁদ – তারা – নীহারিকার জন্মদাত্রী আমি

আমি নাকি চির সত্যের আলোক বর্তিকা!

তোমরা বলতে পারো?

আর কতো দীপ্র হলে

আমার হাতে বংশ প্রদীপ জ্বলবে!

আমি প্রেম – শক্তি – সাহস;

 পুরুষের জীবনী শক্তি,

আমার দৃষ্টিতে চাঁদ – জ্যোৎস্না রাখে

আমার আঁচলের ব্যজনে মেঘ বৃষ্টি ঝরায়,

আমি শীতের সোনা রোদ,

গ্রীষ্মের শীতল পাটি

আমাকে ছাড়া তোমাদের ইচ্ছেরা

মরুভূমির মরীচিকা।

Loading