টাকা নিরাপদ রাখতে জমা করা হয়েছিল ব্যাংকের লকারে। কিন্তু নিরাপদ আর থাকলো না। এক গ্রাহকের সব টাকা খেয়ে ফেললো উইপোকা। সুনিতা মেহতা নামের গ্রাহক ভারতের উদয়পুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি লকারে টাকা রেখেছিলেন । সম্প্রতি তিনি ব্যাংকে যান।  নিজের লকারটি খুলে তার চক্ষুতো চড়কগাছ।  দেখতে পান তার টাকা উইপোকায় খেয়ে ফেলেছে। পড়ে আছে টাকার কিছু টুকরো অংশ।  এতে তার দুই লাখ ১৫ হাজার ভারতীয় রুপি (বাংলাদেশি টাকায় ২ লাখ ৭২ হাজার) মূল্যের মুদ্রা নষ্ট হয়েছে।

সুনিতা বলেন, লকারে রাখা জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব।  তিনি ব্যাংক প্রশাসনে অভিযোগও জানিয়েছেন।

তাতে বলা হয়, ব্যাংকে পোকামাকড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা(পেস্ট কন্ট্রোল) নেয়া হয় না। সেকারণে লকারে রাখা জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি লকারে উইপোকা আক্রমণ  করে থাকতে পারে।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয় – ব্যাংকটির সিনিয়র ম্যানেজার প্রবীণ কুমার যাদব বলেছেন,  লকারের এই  ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর সমস্যা সমাধানে সে গ্রাহককে  ব্যাংকে পুনরায় ডেকে পাঠানো হয়েছে।

পাকিস্তানি বাবা-বাংলাদেশি মা, ছেলের নাম রাখলেন ‘ইন্ডিয়া ‘

অনেক অভিভাবক চান তাদের সন্তানের নাম হবে বেশ ‘অভিনব’। ছেলের এমনই এক অভিনব নাম রেখে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ওমর-এশা দম্পতি। বাংলাদেশি-পাকিস্তানি দম্পতি ছেলের নাম রেখেছেন ‘ইন্ডিয়া ’।

এর পেছনে অবশ্য একটি  উদ্ভট কারণ রয়েছে। একটি  ফেসবুক পোস্টে  পাকিস্তানি সঙ্গীতশিল্পী ওমর এশা জানাচ্ছেন- জন্মের পর থেকে আর পাঁচটা অভিভাবকের মতো ছেলেকে আমাদের দুইজনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গেছে সে। নিজের ঘর থাকা সত্ত্বেও সে আমাদের মাঝে এইভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মধ্যিখানে ছেলে ইন্ডিয়ার অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে। শুধু তা-ই নয়, নতুন অভিভাবকদের উদ্দেশে ওমর বলেন, ‘আমার বেগম আমাদের প্রথম সন্তান ইব্রাহিমকে ছোটবেলা থেকেই আমাদের বিছানায় ঘুমাতে দেওয়ার মতো নির্বোধ কাজ করেছে। আসলে আমরা তাকে নিয়ে খুব সতর্ক ছিলাম। আমাদের মতো ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইলো।

ভবিষ্যতে এমন ভুল করার আগে দু’বার ভাববেন। ”ইব্রাহিমের নিজের বেডরুম আছে কিন্তু তা সত্ত্বেও সে এখন  তার বাবা-মায়ের সাথে ঘুমাতে পছন্দ করে। এরপরই এশা রসিকতা করে বলেছেন- ‘আমি পাকিস্তানি বংশোদ্ভূত এবং আমার স্ত্রী বাংলাদেশি, আমরা ইব্রাহিমকে একটি নতুন নাম দিয়েছি, আমরা তাকে এখন ‘ইন্ডিয়া’ বলে ডাকি।  কারণ সে তার পাকিস্তানি এবং বাংলাদেশি বাবা-মায়ের ঠিক মাঝখানে শুয়ে বিভেদ সৃষ্টি করছে।” পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে, ২৩ হাজারেরও  বেশি লাইক পেয়েছে। বেশ কয়েকজন অভিভাবক কমেন্ট সেকশনে লিখেছেন -” বাবা-মা উভয়ের মাঝে  ঘুমানো বেশ আরামের। ”আরেকজন লিখেছেন, “প্রথম দিনগুলিতে আমি আমার বাচ্চাকে খাটে রাখার চেষ্টা করেছি, কিন্তু সে স্থির থাকেনি ! সন্তান যদি বাবা-মায়ের মাঝে শুয়ে আরাম পায় তাদের দোষ দেওয়া যায় না!” তবে অনেকেই মেনে নিয়েছেন যে শিশুরা বাবা-মায়ের মাঝে নিরাপদ বোধ করে।

সূত্র : টাইমস নাও

_________________________________________________________________________

 

 124 total views,  2 views today