চুলের সমস্যা সমাধানে মেহেদি

চুল নিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ সত্যি হাতে গোনা। পরিবেশ দূষণ, মানসিক চাপ, প্রয়োজনীয় যত্নের অভাব, সব মিলিয়ে চুলের অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তাছাড়া সারা দিন অফিস বা অন্যান্য কাজে ব্যস্ত থাকায় চুলের যত্ন নেয়ার একদমই সময় পাই না আমরা। চুলের প্রতি এই অবহেলার সঙ্গে যখন প্রাকৃতিক দূষণ আর ধুলাবালি যুক্ত হয়, তখন চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে আমরা বেরোতে পারি না।

 চুলের সমস্যা থেকে বাঁচতে নানা রকম রাসায়নিক মিশ্রিত সামগ্রীর দিকে হাত বাড়ান অনেকেই। তার পরিবর্তে ব্যবহার করুন মেহেদী বাটা। শুধু চুলের স্বাস্থ্য ফেরানোই নয়, মেহেদির রয়েছে আরো নানা উপকারিতা। চলুন জেনে নেওয়া যাক সেগুলো ঠিক কী।

 চুলের ডগা ভাঙার সমস্যায় ভুগছেন? তবে অবশ্যই মেহেদি ব্যবহার করুন। মেহেদিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চুলকে করে তোলে আরও শক্তিশালী। তার ফলে চুল ভাঙা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

 শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করেন প্রায় সকলেই।

তাও অনেক ক্ষেত্রে চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা পিছু ছাড়তে চায় না। এ ক্ষেত্রে মেহেদী একটি কার্যকরি সমাধান। কারণ, মেহেদী থাকা ট্যানিন এবং ভিটামিন ই আপনার চুলের রুক্ষতা দূর করে চুলকে করে তোলে আরও নরম ও উজ্জ্বল।

খুশকির সমস্যা থেকে রেহাই পেতেও মেহেদি হতে পারে চমকার একটি সুরাহা। নানা ধরনের রাসায়নিকযুক্ত শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করার বদলে চুলে দিন মেহেদি।

 এটি আপনাকে চিরকালের জন্য খুশকির সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

এমনও দেখা যায় যে আজকে শ্যাম্পু করলেন, অথচ কালই চুল তৈলাক্ত? এমন সমস্যাতেও ব্যবহার করুন মেহেদি।

 

 

Loading