মেঘ
অরুন্ধতী মাহাত
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
যতদূর চোখ যায়,
শুধু ঢেউ খেলানো মেঘ,
যে মেঘে নেই কোন কলঙ্ক,
কেবল মাঝে মাঝে উঁকি মারে
নীল আকাশ।
কখনও কখনও দূর আকাশে,
দেখা দেয় কিছু পাখি,
মনের আনন্দে যারা
সাদা মেঘের সাথে পাল্লা দিয়ে উড়ে যায়।
যে মেঘ কখনও কারও
মন খারাপের কারণ হয় না,
যে মেঘে কখনও
বর্ষণ হয় না।
আমি সেই মেঘ হতে চেয়েছিলাম,
কিন্তু অমলকান্তির মতো
আমারও আর মেঘ হওয়া হলো না।
ব্যর্থ হৃদয়ে পরে রইলাম
আশা ছেরে সামনে যা পেলাম
সেটাকেই মেনে নিলাম।
সেদিন মেঘ না হতে চেয়ে
যদি কবি হতে চাইতাম,
হয়তো ভুল হতো না
কিন্তু না,সেসব কিছুই হলো না।।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-