মে দিবস
কলমে – স্বপ্না মজুমদার
সেদিনের সেই আন্দোলন
আজো মানুষকে ভাবায়
আমেরিকার হে মার্কেটে চলেছিল গুলির লড়াই
পুলিশের গুলিতে প্রান দিয়েছিল কতো
নিরিহ দরিদ্র শ্রমিক।
সেই শহীদ স্মরণে আজকের মে দিবস।
আট ঘন্টার কাজের দাবিতে ছিল সেদিন লড়াই
বাঁচার অধিকার,কর্মের অধিকার
দাবি ছিল সবার।
হাতুড়ি কোদাল বেলচা হাতে জীবন যাদের চলে
কুলি মজদুর , মেহনতি মানুষের কথা সেভাবে
কে ভাবে।
উচ্চবিত্তরা মূল্যের বিনিময়ে শ্রমের মূল্য নির্ধারণ করে
মানুষ বলে ভাবেনি ওদের তেমন,
দিনরাত খাটায় শুধুই, স্বার্থ উসুল করে।
মেহনতি মানুষের চিৎকার, কেই বা তেমন শোনে
বিদ্রোহ হয় শুরু,
বিশ্বের দরবারে আছড়ে পড়ে মেহনতি মানুষের
সমবেত ঐক্য ধ্বনী,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো
সেই মানুষগুলো বাধ্য হয়েছিল বিদ্রোহ করতে।
প্রতিবাদী তীব্র কন্ঠ ছাড়া কবে কি আর হয়েছে
সবল চিরদিন দুর্বলকে শোষণ করেই গেছে।
মে দিবসের আন্দোলন হয়েছিল সেদিন
কঠিন প্রতিবাদে,চেয়েছিল শ্রমের মূল্যের বিনিময়ে
সঠিক সময় নির্ধারণ।
আজো শ্রদ্ধা জানাই, সেই প্রতিবাদী
মেহনতি মানুষের সঠিক ভাবনার প্রতি।।