মানবতার ঢেউ

কলমে- কেয়া দেবনাথ
গ্রা+ডাক দক্ষিণ চাতরা,থানা-বাদুড়িয়া,উত্তর চব্বিশ পরগণা,
গা বাঁচা তে এটাই ছিল
নেতা-নেত্রীর লক্ষ্য,
যাক্ না তাতে কিছু প্রাণ
ছকটা উপলক্ষ।
চাপান-উতোর হোক
একে অপরের
কি এসে যায় তাতে?
গদি থাক বজায়
না থাক ওরা
বোকার মত মরুক যুঝে
অস্ত্র আমার গোপন থাক
সুযোগ মতো নেব বুঝে।
বাড়া ভাতে ছাই দিল যে
আদিল হুসেন
আরও কে কে?
প্রাণ দিয়ে বুঝিয়ে গেল
আসল কাফের এদেশের কে।
নীতি তো নয় দুর্নীতি
আমরা চাই না কেউ ,
ধর্ম বর্ণ সবই থাক
থাক মানবতার ঢেউ।
469 total views, 2 views today










