মামনি

✍ – সোনালী মুখার্জী

আড়ুপাড়া,সাঁতরাগাছি,হাওড়া

মা হয়েছ?

গর্ভে সন্তান ধারনের কষ্ট উপভোগ করেছ?

ক’টা রাত কাটিয়েছ উদ্বেগ নিয়ে?

অভুক্ত  থেকে খাবার তুলে দিয়েছ সন্তানের মুখে?

সারদা সেজেছ?

মাদার টেরিজা?

স্বপ্ন দেখি আকাশ ছোঁয়া,”মা” হবার

আমার ছেলেমেয়েদের সাথে” ফেসবুকে”

আহা!কত মধুর কথা।

মা হয়েছে,ত‍্যাগ নেই,

মা হয়েছে,নাম কেনার জন‍্যে,

এক মঞ্চে  থেকে সন্তান আসবে “মা” বলে,

“মা “যাবেনা “সন্তান “কে বুকে টেনে নিতে।

“মা” হওয়া কী মুখের কথা?

জানো কী?মায়ের ব‍্যথা

সে যে” মা “?

না,মা হবার স্পর্ধা আমার নেই,

আমার আছে মাতৃত্ব,

আজ এক বা দুই বা ততোধিক সন্তানের “মা “হলে

আমি হতাম স্বার্থপর,

গর্ভধারিনী মা ছাড়া অন‍্য কেহ” মা”

হতে পারে না।

তাই তো আজ পিসিমা হয়েছে” পিপি”

মামীমা,মাসী হ য়েছে “মিমি”

ঠাকুমা হয়েছে” দিদি”

সম্বোধনের পরিবর্তনে তাদের পরিবর্তন হয়নি,

তারাও “মা”

কেবল “সন্তান” চেনেনা

মায়ের থেকে কেহ বেশি ভালোবাসলে সে হয় “ডাইনি”

সবার মাঝেও সেই থাকতো আমার হয়েই।

আমার সবটুকু নিঙড়ে মানুষ  করার পরেও

হয়তো দুটো খাবারের জন‍্য অন‍্যের উপর নির্ভর করতে হতো,

আবার “মা ” হয়েই পেতাম আদর যত্ন।

সবশেষে বলি,আমি এক “স্বার্থপর মা”

সব সময়  ভাবি নিজের কথাই

কোন সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ বা অভিমান নেই।

আমার কোন চাহিদাও নেই।

ভালোবেসে অন্তরে যে বা যারা সন্তান রূপে নিয়েছ ঠাঁই

থেকো তারা আজীবন

মায়ের মৃত‍্যু নাই।

তবু এই দেহটা যেদিন ধরা ছাড়ি দেবে,

সেদিন আমার পাথর চোখ দেখতে পাবে আমার “অগণিত সন্তানেরে”

তাদের কথা শুনতে পাবো “আমি”

চলে গেলো আমাদের “মামনি”।

নাই বা হলাম গর্ভধারিনী মা,

আমি যে তোদের “মামনি”

না ছিলাম তোদের প্রাত‍্যহিক জীবনে,

না ছিলাম তোদের শোকে,দুখে

কিন্তু ছিলাম তোদের “জয়ের আনন্দে”

আমি তো “মা” নই,

“মামনি”

আমি জানি “মা”ডাকেও তফাৎ আছে

সত‍্যিই মা?না কী “মা” সেজেছে?

সবশেষে বলি পৃথিবীর  সব” মা” এক হও,

আমার অকপট স্বীকারোক্তি

আমি “মা ” নই,

আমি যে তোদের “মামনি”।।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading