লক্ষ্মী সরস্বতী
কলমে – স্বপ্না মজুমদার
জীবন দর্শনে ভাবি বসে
এ জগতের মানুষের প্রকৃত ভাবনা কি
শিক্ষা মানুষ নিচ্ছে ঠিকই, বিভিন্ন উপায়ে
হয়তো সঠিক ভাবে, নয়তো সার্টিফিকেট
জোগাড়ে।
ভেবে দেখলাম পূজা যদি করতেই হয়, করতে হবে
মন দিয়ে সরস্বতী বন্দনা——
লক্ষ্মী, সরস্বতীর বড় ভাব, থাকে একে অপরের পাশাপাশি, সরস্বতীর কৃপা লাভ করতে পারলেই
লক্ষ্মীর কৃপা হবে।।
231 total views, 2 views today