কৃতঘ্ন

কলমে – কৃষ্ণকলি বেরা
ঠিকানা – ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ
৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর
কখনো কখনো ভাবি,
কৃতজ্ঞতার কি কোনো
সীমারেখা হয়?
নাকি শুধুই এক উষ্ণ অনুভুতির মায়াজাল?
যার কোনো গন্ডি নেই,নেই কোনো স্বীকারোক্তি!
মানবতার দোরগোড়ায় অমানবিক আচরণই কি তবে
কৃতজ্ঞতাকে অপমান?
এখনো তবে কেন যার অসময়ে পাশে থাকে যে বা যারা তাঁকে বা তাঁদেরকে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকদের
থেকে ছুটে আসা অবমাননার
তীরে বিদ্ধ হয়ে হয় ?
জানি এর কোনো জুতসই জবাব এখনো কোনো শব্দকোষ তৈরী করতে পারেনি! শব্দকোষের পৃষ্ঠায়
ঘুরে বেড়ায় অকৃতজ্ঞ শব্দের
ধোঁয়াশা।
164 total views, 2 views today












