” কর্নেল সোফিয়া কুরেশী “

কলমে – মুজিবর রহমান মল্লিক
জয় হল নারী শক্তির,
জয়ধ্বনি দাও সোফিয়া কুরেশীর।
ভারত মাতার সাহসী কন্যা,
কর্নেল সোফিয়া কুরেশী বায়ুসেনা।
দিলে তুমি অপারেশন সিঁদুরের নেতৃত্ব,
ভারতবাসী নত মস্তকে স্বীকৃত দেয় তোমার কর্তৃত্ব।
শত্রু পক্ষকে করেছো তুমি পদানত,
পাকিস্তানকে করছো তুমি প্রত্যাঘাত।
বদলা নিয়েছো তুমি নিষ্পাপ ২৬ টা প্রাণের,
কাশ্মীরের জঙ্গি হামলায় সিঁদুর মুছেছে আপনজনের!
সোফিয়া কুরেশী তুমি আজ দেশের নারীদের আইকন,
ভারত মাতাকে রক্ষার জন্যে তুমি নিবেদিত প্রাণ।
লাখো লাখো সোফিয়ার জন্ম যেন হয় এই দেশে,
এই প্ৰাৰ্থনা করি অবশেষে।
236 total views, 4 views today












