“কমলালেবুর বারুদ “

কলমে – রঞ্জন সরকার

ভূগোলের মাস্টারমশাই বলেছিলেন

পৃথিবীর তিন ভাগ জল, “স্থল” এক ভাগ মাত্র,

পৃথিবী টা অনেকটা কমলালেবুর মতো

আমরা শিখেছিলাম,, আমরা ছিলাম ছাত্র।

তারপর কেটে গেছে অনেক গুলো বসন্ত

অনেক গুলো কাল বৈশাখী

অনেক বন্যা, খরা, চলেছে জীবন যুদ্ধ

আনন্দে হেসেছি, দুঃখের জলে ভরেছে আঁখি।

মাস্টারমশায় কে আর দেখিনা

দেখা হলে বলতাম

এক গাল হেসে,

এটা তো বলেননি স্যার

কমলালেবুর ভিতর ছিল

হিংসা আর বারুদ ভরা ঠেসে।

 409 total views,  2 views today