কবিতা লেখা হয়নি
কলমে ও কন্ঠে ✍️:কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২
আমি লিখেছি কিছু কবিতা, হতে পারে সেটা হৃদয়ে ভেদ করেছে কারো,
আমি লিখেছি কিছু অপ্রিয় সত্য, আঘাত করেছে কি অন্তরালে বলতে পারো?
চাইনা আমি চাইনা কবি হতে, চাইনা আমার কবিতা প্রকাশিত হোক গ্রন্থে,
সমাজের এই বাস্তব চেহেরা, শুধু দেখাতে চাই সবার সামনে, সঠিক পান্থে।
আয়নায় দেখাতে চাই, শুধু মুখোশপরে থাকা অদৃশ্য সমাজের চেহেরা, সবার পাশে,
লুকিয়ে থাকা নোংরা কালো বীভৎস চেহেরায়, লুকিয়ে থাকা পচা দুর্গন্ধ ভাসছে বাতাসে।
না আমার কবিতা লেখা হয়নি এখনো,রয়েছে জমাট বাঁধা হিমের পরশ লাগা ঘৃণা,
সাদা পোশাকে সকলের সামনে দাঁড়িয়ে, সমাজসেবীর চেহেরা মনে জাগে বিতৃষ্ণা।
যেদিন জাগবে সমাজ, নির্ভয় হয়ে প্রতিবাদে নামবে সকলে, একসাথে নিয়ে হাতে নির্ণয়,
সেইদিন থামবে কলম, থামবে কবিতা লেখার ঝাড়, পূর্ণ হবে কবিতা লেখা থাকবো সবাই নির্ভয়।।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-