কবিতা – কবির অগ্নি-স্বর

কলমে:- ডক্টর  আকবর আলি

 

অত্যাচারীরা, আদিম-যুগের বর্বর

ভেঙ্গে-চুরে-একাকার, বুড়োবুড়ির-ঘর ।

সবে-ধন নীলমনি,আজ-বলির-পাঁঠা

জীবনের-জোয়ারে, আচমকা-ভাঁটা ।

নীলমনি-জেনে,অন্দরের-রহস্য

কুঁড়িতেই বিনাশ-দেহ,একরাতেই-ভস্ম ।

চেয়েছে-করতে,অন্যায়ের-প্রতিবাদ

সেবার-প্রতিদানে,যন্ত্রণা,মৃত্যুর-স্বাদ ।

নিষ্পাপ-নীলমনি,মানবসেবায়-ব্রত

বন্ধু-সহ,হিংস্র-পশুরা,করেছে-হত ।

বুড়োবুড়ি-কিভাবে,প্রলেপ-দেবে ক্ষতে

সচেতনের-বিপ্লব চাই,দিনেও রাতে ।

পূর্বপরিকল্পিত,ধর্ষণ-খুনের চক্রান্ত

প্রমান-লোপাটে তদন্ত,বিপথে-ভ্রান্ত ।

সু-বিচারের-আশায়,বাংলা-আজ ক্লান্ত

অগ্নি-স্বরের-কবিরা,কবে হবে-শান্ত ?

ভারত-জুড়ে আসুক,কঠোর-আইন

চাই, রাস্তায় টাঙ্গিয়ে-গুলি,নয়কো-ফাইন ।

জনগণ-দেখুক মৃত্যু,গায়ে-কাঁটা-শিহরন

অপরধীর,হাত-কাঁপুক,শাস্তি-ভেবে-প্রতিক্ষণ ।

Loading