খুঁজতে খুঁজতে

✍️ – কলমে: অসীম মুখার্জী

 

বাস্তবের মাটি খুঁজতে বের হয়ে

দেখলাম অত্যন্ত শক্ত, ভীষণ শক্ত।

আর বিশ্বাস ?ছাড়ে দীর্ঘশ্বাস,

হারিয়ে যাবার মুখে……………..আর

ভালোবাসা ? মুমূর্ষু “””‘”‘বেঁচে আছে

মাত্র, মৃত্যুর প্রহর গুনছে…….

ভরসা? এখন কুহেলিকা র মতো

ঝাপসা….. ধোঁয়াসা, …. সঠিক

দৃষ্টি গোচর হয়না…….. কখনো মনে

হয়…. আছে, আবার মনে হয়…..

দৃষ্টিভ্রম হয়তো ।।।।।।

আর সততা ? তাদের কথা না বলাই

ভালো, কোনো রকমে বেঁচে,

অপুষ্টি রোগে ভুগে ভুগে শরীর যেন

কষ্টক্লান্ত ! বেঁচে, তবু একঘরে হয়ে

নীরবে শয্যাগত!!!!!!!!আর

সংখ্যায় ? অতি নগণ্য!

ওদের চিৎকার যেন দুর্বলদের আর্তনাদ  বলে মনে হয় অনেকের ,

কিন্তু তাতে কি এসেযায় ?

সেও মৃত্যুঞ্জয়ী…. চিরজ্ঞিবী, অমর।

আর মায়া, মমতা,দায়িত্ব,কর্তব্য সব

চুপ মন্ত্রে বশীভূত…….. নীরবে

নিভৃতে রয়ে যেতে বাধ্য, ক্রীতদাস!

রয়ে গেছে আজ ও !

ওরা দেহে বল পেলে, সংঘবদ্ধ

হবে একদিন। হবেই , কারণ ওরাযে

অবিনশ্বর পৃথিবীর বুকে ,সময় এলে

প্রতারণা ও প্রমাদ গনতে বাধ্য হবেই

হবে একদিন কোনো একদিন সেই

প্রতীক্ষায় ওরা ………….

আর ভাবনা ? সেও অবিনশ্বর,অমর,

চিরঞ্জীব,মৃত্যুঞ্জয় ‌।  সম্পূর্ণ

স্বাধীন ভাবে কল্পনার জগতে বিচরণ

করবে পৃথিবীর সাথেই ………কলম

কালির সংযোগে বেঁচে রবে

অনন্ত কাল “”””””””””’!!!

(স্বত্ত্ব সংরক্ষিত )

Loading