খেলাঘর
কলমে – নীলিমা বিশ্বাস পাল
মানুষের জীবন অন্তহীন পথচলা,
ভবের সংসারে চলে নিত্য মায়ার খেলা।
মায়া বড়োই অদ্ভুত মানুষ জানে না,
বেঁচে থাকার মানে,
তবু জীবন ছুটে চলে অজানা উদ্দেশ্যের পানে।
জীবন টা কচু পাতার পানির মতো
এই আছে এই নেই,
ভালো মন্দের গতিতে জীবন থেমে নেই।
কচু পাতার পানি যেমন একটু
নাড়া খেলেই পড়ে যায়,
আগে থাকে সুন্দর টলটলে,
পার্থিব জীবন ও সুখ দুখের আলো ছায়ায় টলমলে।
কচু পাতার পানির মতোই জীবন গড়িয়ে পড়ে
সুখ দুখের অথৈ জলে।
সংসার জানে না সে ছুটে কিসের মায়ায়,
বিশ্ব সংসার বেঁচে থাকে মায়ার বন্ধনতায়।
কিছু রবে না জেনেও
ক্লান্তিহীন সামনের পথচলা পৃথিবীর রথে,
প্রতিনিয়ত যুদ্ধরত হতভাগ্য জীবনের সাথে।।
219 total views, 2 views today