খাণ্ডব দহন
কলমে – গৌরী সেন
তোমাকে দেখব বলে আমি সহস্র আলোকবর্ষ পাড়ি দিয়েছি।
কাছে পাবার বাসনায় শতাব্দীর পর শতাব্দী জন্ম নিয়েছি,
মিলনের তীব্র বাসনায় হৃদয় আমার সাহারা মরুভূমি।
প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে কামনার আগুনে আর একটা খান্ডব দহন হতে পারে যে কোনও মুহূর্তে।
আর তুমি প্রশ্ন করছো…আমি কি ভালোবাসি তোমায়!…