নিজস্ব প্রতিনিধি- ভারতের দিল্লির জওহারলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক প্রেসিডেন্ট ও তরুণ নেতা কানহাইয়া কুমার। তাকে বর্তমান সময়ে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতা বললেও ভুল হবে না। বামপন্থী এই নেতা এবার কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ছাত্রনেতা কানহাইয়া কুমার ও গুজরাটের স্বতন্ত্র বিধায়ক জিগনেশ মেভানি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২ অক্টোবর একটি ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভারতের এতিহ্যবাহী রাজনৈতিক দলটিতে যোগ দেবেন তারা।

 

সূত্র জানিয়েছে, গুজরাটের ভাদগাম নির্বাচনী এলাকার বিধায়ক ও দলিত নেতা জিগনেশ মেভানি। তিনি কংগ্রেসের রাজ্য ইউনিটের কার্যকরী সভাপতির পদে নিযুক্ত হতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, পদ যেটাই হোক, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তরুণ ও জনপ্রিয় এই নেতাকে দলে টানছে কংগ্রেস। জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দুইবার সাক্ষাৎ করেছেন কানহাইয়া। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।

Loading