জ্যোৎস্না হবো
কলমে- গৌরী সেন
যাদবপুর, কলকাতা
একদিন জ্যোৎনা হবো।শেষ বিকেলের রোদের আলো লাগবে যখন তোমার গায়ে জানবে রাতে জ্যোৎস্না হয়ে থাকবো তোমার পথ চেয়ে।
নীরব কোনও বনের ছায়ে নদীর ঢেউয়ে জলতরঙ্গে নাচবে যখন মনময়ূরী ,তখন তোমার পায়ের নূপুর হয়ে ধ্বনি তুলে গানের সুরে রইবো তোমার চরণ ছুঁয়ে।
যখন ভুবন জুড়ে বাঁশির সুরে হাওয়ার টানে মনের কোনে মাতন জাগবে ওই গগনে,তখন রুদ্র বীণায় ঝংকার তুলে আকাশটাকে আমি সাজাবো।
যবে দূরে কোনও নীহারিকা ঘুরবে তোমার চারিধারে, কোন্ গোপনে তোমার সনে বলবে কথা আপন মনে ঠিক তখনি তোমায় একটা গল্প শোনাবো।