জল অপচয় বন্ধ করুন

কলমে – শ্যামল মুখার্জ্জী

জল মোদের জীবন,

 জল মোদের প্রাণ।

 জল অপচয় বন্ধ করুন,

 করুন জল সংরক্ষণ।

 জলে হয় চাষবাস,

 হয় কত ফসল।

সেই ফসলের খাদ্য খেয়ে,

 শরীরে পাই বল।

জল আমরা করি পান,

 জল করে মোদের জীবনদান।

 প্রাণী ও উদ্ভিদ কারো চলে না জল ছাড়া,

 জল অপচয় বন্ধ করুন দেন প্রচারে সাড়া।

 জল অপচয় করুন বন্ধ,

 তবেই আমরা সকলে পাব আনন্দ।

 206 total views,  2 views today