জীবনের বেলা

কলমে – নবলতা শীল

জেগে আছি একা, লয়ে স্মৃতির কাটা,

জীবনে পেরিয়ে এসেছি অনেক জোয়ার-ভাটা।

চেয়ে দেখি চাঁদ উঠেছে ঐ সাঁঝ গগনে,

কবিতা এসেছে আমার বিদায় লগনে।

আমি বেঁচে আছি, খুব আনন্দে তারে লয়ে

দুঃখ বেদনা গুলো সব গেছে জল হয়ে।

ফুলেরা ঘুমিয়ে থাকে, পাতার কোলে,

মৃদুমন্দু বাতাসে, আমের মুকুল দোলে।

আমার সখার, বিহনে এ পরান পুড়ে

সেই কবে বিদায় নিয়ে গেছে কোন সুদূরে‌।

তার বলা কথাগুলো, শুধুই মনে পড়ে

মোর দেহ শুধু, সারাদিন গৃহ কাজ করে

নিঝুম নিশীথে বড় ব্যথা হয় বুকের মাঝে

আজও পথ চেয়ে বসে থাকি সকাল সাঁঝে

মধুর বসন্তে এসেছিলে অপরূপ বেশে

কর্ম শেষে ফিরে গেলে নিজের দেশে

চৈতি চাঁদের আলো আর লাগেনা ভালো

বিরহ জ্বালায় সব হয়ে গেছে কালো

 দূর থেকে করুণ এক  সুর আসে ভাসি,

নদী তীরে কে যেন বসে বাজায় বাঁশী।

শুধু মনে পড়ে পুরনো সেই দিনগুলি

চলে যায় আমার,  সন্ধ্যা সকাল গোধূলি।

Loading