যেদিন বুঝলাম

কলমে – সুমিতা পয়ড়্যা

 

এত টাকা নেই যে সময় কিনে নিতে পারব

এমন কিছু নেই যে মন ভরিয়ে দিতে পারব

যা আছে তা শুধু ভরসার জন্ম দিতে পারে,

অগাধ বিশ্বাসে শিরদাঁড়া সোজা রেখে দাঁড়াতে পারে,

এক উদার আকাশ সম ভালোবাসা বিলিয়ে দিতে পারে,

দুটো হাত ধরে বহু পথ অতিক্রম করতে পারে,

ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু করতে পারে;

কিন্তু এত টাকা নেই যে সময় কিনে নিতে পারে!

যেদিন বুঝলাম আমার একটা তুমি চাই

যেদিন বুঝলাম নিজেকে মানিয়ে নিতে হয়

যেদিন বুঝলাম সময় কিনতে টাকাও লাগে

যেদিন বুঝলাম কষ্টটা আমার জন্য  সুন্দর

যেদিন বুঝলাম অতিরিক্ত ভালবাসতে নেই

বেশি ভালোবাসলে সব হারিয়ে যায়।

সেদিন আমার সব ভুলগুলো একে একে সংশোধিত হল।

শূন্যতার ঘরে আঁধারে পূর্ণ হলো সময়কে ঘিরে।

কি ভীষণ যন্ত্রণা! যন্ত্রণার মহোসব।

প্রগলভ জলধারায় ভেজার এক উল্লাস

এত সূক্ষ্ম সুখের অনুভূতি বোধহয় আর অন্য কোথাও নেই।

ভালোবাসার চরম পরিণতির চরম মুহূর্ত।

 209 total views,  2 views today