জন্মবিধি
মফিজুর রহমান
গ্রাম- মোকাম তলা। পোষ্ট- বাঘনাপাড়া। থানা- অম্বিকা কালনা। জেলা- পূর্ব বর্ধমান।
একি গর্ভে জন্ম সবার,
এক ধরাতেই আসি।
ধরা আগমন একি রকম,
একি কান্না হাঁসি।
জন্মবিধি একি, শুধু,
পৃথক জন্ম ঘর।
বিনা বৈদ্যের ঝুপরি করোর,
কেউ রাজ দরবার।
করোর বৈদ এম,বি,বি,এস,
এম,ডি, ও রয় সাথে।
করোর ওসব স্বপ্ন যে তাই,
দাইমারি সব হাতে।
চাঁদেরি ঐ জোছনা আলোয়,
দীপ্ত রাজ মহল।
ঝুপড়িতে ঐ মৃদু আলটাই,
ভরাই মায়ের কোল।
কারোর দামি রংবেরঙের,
খেলনা শত শত।
কারোর ওসব স্বপ্ন যে তাই,
রয় সে তারি মতো।
কারোর পঠন বিলাসবহুল,
উচ্ছ প্রতিষ্ঠান।
বিজলি বাতি ছাড়াই কারোর,
প্রদীপে অধ্যায়ন।
প্রদীপ বাতির অনুশীলন আজ,
শিক্ষার উঁচু ধাপে।
বিলাসী ছেলের অধঃপতনে,
পিতামাতা অনুতাপে।
অর্থের বলে, ঘর্ধব ছেলে,
চাকুরী তে যায় চলে।
অর্থহীনতা পি, এইচ, ডি, আজ,
ফুচকার গাড়ি ঠেলে।
শিক্ষাদীক্ষা উচ্ছ প্রতিভা,
অর্থ ছাড়া যে মূল্য হীন।
প্রতিভা হীনতা অযোগ্য আজ,
অর্থ বলেই তার সুদিন।
অর্থের জোরে, প্রতারণা করে,
যে পদে তে তুমি রয়েছে বসে।
প্রতারণা ফল, হয়না সবল,
দেখো ভাই যেন যায়না তা ধসে।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-