ইতিহাস আজও কথা বলে
কলমে- কৃষ্ণকলি বেরা
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর
ইতিহাসের কবর খুঁড়তে খুঁড়তে
হঠাৎ দেখি তার শেষটা
এক সুড়ঙ্গের প্রান্তদেশে
বহমান খাল বেয়ে তলিয়ে গেছে রূপনরায়ণের অতল গর্ভে,যেখানে অকথিত অনুভূতির অজানা এক ফিসফাস বলে চলেছে অতীতের তাম্রলিপ্তের রাজকাহিনী।
বন্দরের কোলাহলে মিশে থাকা পালতোলা নৌকোর
দাঁড়ের ছপ্ ছপ্ শব্দ, মোগলের অশ্ব ক্ষুরের মন্দ্র, পাঠান সৈন্যের হুংকার আর বৃটিশ
শাসনের খলতায় অদৃশ্য ছবি এঁকে চলেছে
নিরন্তর নির্জনে তাম্রলিপ্ত
রাজপ্রাসাদের ঝুল বারান্দার নাটমন্দিরের আনাচে কানাচে।কতশত
রহস্য আজও রহস্য হয়েই থেকে গেছে অতীতের স্মরণী বেয়ে রাজপ্রাসাদের প্রতিটি ইটের গাঁথুনির ফাঁকে ফাঁকে বয়ে চলা বাতাসের গুঞ্জনে।
ইতিহাস কথা কয়,
কয়েই চলে ,
চলতেই থাকে ,
আজও তাম্রলিপ্তের বংশ তালিকার তুলট কাগজের
ভাঁজে।
মসী এগিয়ে চললো অতীতের তীর থেকে বয়ে আসা দীর্ঘশ্বাস কে লেখনির বেড়িতে আবদ্ধ করতে নিবিড় মধ্য নিশীথে।
239 total views, 2 views today