আপনার সঙ্গী কী প্রতারক? কীভাবে চিনবেন

কখনো কি এমন মনে হয়েছে যাকে ভালোবাসেন তিনি পুরোপুরি সৎ নন? মনের ভেতরে কখনো এ ধরনের অনিশ্চয়তা খেলা করলে আপনার উচিত অবশ্যই যাচাই করে নেয়া। আপনার ধারণা সঠিক হওয়ার মতো যথেষ্ট কারণ থাকতে পারে। কেননা আপনার সঙ্গী যদি সম্পর্কে বিশ্বস্ত না হন, তবে সহজাত ভাবে কিছু কিছু ব্যাপারে আপনার খটকা লাগা শুরু হবেই। এবং তা যদি আপনার সুখ ও বিশ্বস্ততার উপর হানা দেয়, তাহলে আপনার জন্য উচিৎ হবে সঙ্গীর অসংলগ্ন আচরণ গুলো লক্ষ্য করে সত্য যাচাইয়ের চেষ্টা করা।

সম্পর্ক-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সঙ্গীর প্রতারণা মূলক আচরণের কয়েকটি লক্ষণ সম্পর্কে জানানো হল।

পালটা অভিযোগ: সঙ্গী বরাবরই নিজেকে নির্দোষ বিবেচনা করে এবং আপনি তার মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করলে বরং আপনাকেই অভিযুক্ত করবে।

হঠাৎ মেজাজের পরিবর্তন: কোনো অনুষ্ঠান বা আয়োজনে আপনার সঙ্গে যেতে রাজি হলেও সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই তার মাঝে হতাশা বা অস্বস্তি দেখা দিতে পারে। আপনার সঙ্গ তার কাছে বিরক্তিকর মনে হতে পারে এবং কথা বলতেও অস্বীকৃতি জানাতে পারের যখন তখন জরুরি কাজ: পারিবারিক সময় বা কাজের মাঝে আজকাল প্রায়ই তার জরুরি কোনো কাজ এসে পড়ছে। যে কারণে তাকে এই সময়টা বাইরে থাকতে হয়। সেই সময়টা হয়ত সে জরুরি কোনো কাজ নয় বরং বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে কাটাতেই ব্যয় করছে।

‘আমি তোমাকে ভালোবাসি’ বলা বন্ধ করা: সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করা বা ‘ভালোবাসি’ বলা প্রায় নেই বললেই চলে। অথবা আপনার কোনো কাজের প্রশংসা করা বা আগ্রহ দেখানো বন্ধ করে দিয়েছে, এমনটা দেখা গেলে সঙ্গীর চালচলন ও কাজকর্মের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ এগুলোও অনেক ক্ষেত্রে প্রতারণার লক্ষণ।

বন্ধুদের আচরণে পরিবর্তন: সঙ্গীর বন্ধুরা হঠাৎ করেই আপনার সহচর্যে অস্বস্তিবোধ করছে অথবা আপনাকে এড়িয়ে চলছে যেন আপনি তাদেরকে কোনো প্রশ্ন করতে না পারেন।

সহবাসে অনাগ্রহ: সঙ্গীর সহবাসে অনাগ্রহ বা জোরপূর্বক দৈহিক সম্পর্কস্থাপন বা সহবাসের ধরনে পরিবর্তন লক্ষ্য করে থাকলে তার বিশ্বস্ততার প্রতি প্রশ্ন আসতেই পারে। হতে পারে সঙ্গী অন্য কারও প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন।

সমাধান

উপরের কোনোটাই সঙ্গীর প্রতারণার কোনো নিরেট প্রমাণ নয়। তবে এই পরিবর্তন গুলো একেবারে অমুলকও নয়। তাই অযথা এসব ব্যাপার নিয়ে সঙ্গীকে সন্দেহ না করে তার সঙ্গে এই বিষয়ে খোলামেলা কথা বলুন। এতে আপনার অপ্রয়োজীয় সন্দেহ দূর হবে এবং তার প্রতারণার বিষয়টিও আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে।

Loading