জাতক-জাতিকার জন্মরাশি ও শত্রুতার প্রভাব
বহু সম্মান ও পুরষ্কারে ভূষিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক রাশিফল বিচারের লেখক
আচার্য্য পি.শাস্ত্রী
(স্বর্ণপদক প্রাপ্ত)
9836738810 / 8697296783
মেষ রাশি – মেষ রাশির জাতক অত্যন্ত জেদি ও নাস্তিক প্রকৃতির হওয়ার জন্য তার ব্যক্তিগত জীবনে শত্রুতার অভাব হবে না। কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তেও কুন্ঠাবোধ করে না। বুধ ও শনি গ্রহের অশুভত্ব হ্রাস করা দরকার। আত্মীয় শত্রুতা বেশি।
প্রতিকার – ওঁ হ্লীং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ (মন্ত্র জপ)
কবচ – বগলামুখী কবচ পাঠ ও নীল তারা মায়ের ধ্যান করুন।
স্তোত্র পাঠ – ভগবান নারায়ণের স্তোত্র
বৃশ রাশি – বৃষ রাশির জাতক বা জাতিকা বলিষ্ঠ ও একরোখা। ফলে পারিবারিক জীবনে অনুগতদের দ্বারা উৎপীড়িত হন। কর্মস্থলের শত্রুতা প্রবল, ফলে ঘন ঘন পরিবর্তন সম্ভব। স্থান, কাল, পাত্র বিচার করা দরকার। বুধ রাশির মঙ্গলের প্রতিকার দরকরা।
প্রতিকার – ভূবনেশ্বরী মন্ত্র জপ করুন ।
কবচ – ভগবান শিব অর্থাৎ রুদ্রদেবের কবচ ধারণ।
স্তোত্র – দক্ষীণা কালী কবচ পাঠ করুন।
মিথুন রাশি – শত্রু ক্ষেত্র আংশিক কিন্তু তবুও এরা শত্রুকে হেয় করে না। মানসিক অস্থিরতা শত্রু সৃষ্টি করে। দূরের আত্মীযরা শত্রুতা করে। সংসার জীবনের শত্রুতা থেকে দূরে থাকা দরকার। শনিদেবের কৃপা লাভ সম্ভব যদি সৎ পথে থাকা যায়।
প্রতিকার – ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ (মন্ত্র জপ)
কবচ – ত্রিপুরা সুন্দরী কবচ ধারণ।
স্তোত্র – দক্ষীণা কালীর স্তোত্র পাঠ করুন।
কর্কট রাশি – সংসার জীবনে ঠিকঠাক চললেও কর্মস্থলে শত্রুতা পদে পদে কিছু ঘটবে। যার ফলে জীবনে বহুবার অনেক সুযোগ নষ্ট হয়। তাই কর্মস্থলে বা ব্যবসাস্থলে সাবধানতা দরকার। প্রতারক আত্মীয় থেকে সাবধান। বূধ গ্রহের প্রতিকার।
প্রতিকার – ওঁ শ্রীং শ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শীং ওঁ মহালক্ষ্মৈ নমঃ’ (জপ মন্ত্র)
কবচ – কমলা কবচ পাঠ
স্তোত্র – ভগবান বিষ্ণুর স্তোত্র পাঠ
সিংহ রাশি – সিংহ রাশির জাতক পরিবর্তনশীল। বিভিন্ন ঘটনা ঘরে – বাইরে শত্রুতার সৃষ্টি করে। যারা রাজনীতিতে যুক্ত, তাদের শত্রুস্থান প্রবল। মামলা-মোকদ্দমায় জড়িয়ে যায়। রবি গ্রহের সঠিক প্রতিকার দরকরা।
প্রতিকার – ওঁ ক্লীং ব্রহ্মণে জগৎধারায় নমঃ (জপ মন্ত্র)
কবচ – মাতঙ্গী কবচ পাঠ।
স্তোত্র – নবগ্রহ স্তোত্র পাঠ।
কন্যা রাশি – এঁরা স্পষ্ট বক্তা। এঁদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস প্রবল। স্পষ্ট কথা বলা জন্য ঘরে ও বইরে গুপ্ত শত্রুতা প্রবল। পরোপকার করার স্পৃহা প্রবল বলে পদে পদে নিজেদের ক্ষতি করেন। বুধ গ্রহের প্রতিকার দরকার।
প্রতিকার – ওঁ নমো প্রীং পীতাম্বরায় নমঃ (জপ মন্ত্র)
কবচ – মা ত্রিপুরাসুন্দরীর কবচ।
স্তোত্র – মহালক্ষ্মীর স্তোত্র পাঠ।
তুলা রাশি – দাম্ভিক আচরণ হওয়ার জন্য শত্রুতার সৃষ্টি। সজন্য জীবনের যাত্রপথে বারবার বাধা আসে। বিশেষ করে বিদ্যাক্ষেত্রে। অপরের সম্পত্তি লাভের আশায় শত্রুতায় জড়িয়ে পড়েন। পিতা হতে সাবধানতা দরকার। প্রায়ই পিতার সঙ্গে অশান্তি। মঙ্গল গ্রহের প্রতিকার দরকার।
প্রতিকার – ওঁ তত্বনিরঞ্জনায় তারকরামায়নমঃ (জপমন্ত্র)
কবচ – ভুবনেশ্বরী কবচ ধারণ
স্তোত্র – মহালক্ষ্মী কবচ পাঠ।
বৃশ্চিক রাশি – ক্ষেত্র বিশেষে উচিত কথা শত্রুতা সৃষ্টির কারণ। আমোদপ্রমোদ -এর জীবনের অঙ্গ। শত্রুকে সহ্য করার ক্ষমতা রাখেন।সদাসর্বদা ইচ্ছাশক্তিকে ব্যবহার করতে গিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েন। চন্দ্র গ্রহের প্রতিকার দরকার।
প্রতিকার – ওঁ নারায়ণায় সুরসিংহায় নমঃ (জপমন্ত্র)
কবচ – বগলামুখী কবচ ধারণ করুন।
স্তোত্র – মা কমলার স্তোত্র পাঠ।
ধনু রাশি – পারিবারিক জীবনে সকলকে খুশি করার চেষ্টা করুন। আর সেই জায়গা থেকে আসে শত্রুতা। কথাবর্তায় দৃঢ়তা শত্রুতা সৃষ্টি মূল কারণ। শিক্ষক বা শিক্ষিকাদের কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। শুক্র গ্রহের প্রতিকার দরকার।
প্রতিকার – ওঁ হ্রীং শ্রীং হুং ফট।
কবচ – তারিণী তারা কবচ ধারণ করুন।
স্তোত্র – মাতঙ্গী স্তোত্র পাঠ করুন।
মকর রাশি – বন্ধুত্বের জায়গা থেকে শত্রুতা। কথাবার্তায় সংযত না হলে কর্মস্থানে শত্রুতা প্রবল। মায়ের সঙ্গে মতবিরোধ। ভয়ানক ক্ষতির কারণ শুক্র গ্রহের প্রতিকার
প্রতিকার – ওঁ ক্রীং দক্ষিণা কালীকায় নমঃ মন্ত্র জপ।
কবচ – মা ভূবনেশ্বরী কবচ ধারণ
স্তোত্র – শ্রীগণেশের স্তোত্র পাঠ করুন।
কুম্ভ রাশি – গৃহগত শত্রুতা জীবনের ক্ষতির কারণ। আত্মীয় স্বজন থেকে দূরত্ব রাখা দরকার। আত্মসম্মান জ্ঞান প্রবল। অর্থ সঞ্চয়ের ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না পরোপকারের জন্য। কিন্তু সেখান থেকেই শত্রুতা আসে। বৃহস্পতি গ্রহের প্রতিকার দরকার।
প্রতিকার – ওঁ শ্রীং উপেন্দ্রায় অচু্যতায় নমঃ (জপমন্ত্র)
কবচ – মা দক্ষিণাকালীকার কবচ ধারণ।
স্তোত্র – মা দক্ষিণাকালীকার স্তোত্র পাঠ।
মীন রাশি – এই রাশির জাতক বা জাতিকা অত্যন্ত রুচীশীল ও উদার মনোভাবের। এদের কথাবার্তা বা হঠাৎ রাগ বা জেদের জন্য শত্রুতা সৃষ্টি হয়। পারিবারিক ক্ষেত্রে হিংসা বিবাদের জেরে শত্রুতা। কর্মস্থলে জয়লাভ শত্রুতার মাধ্যমেই। বুধ গ্রহের প্রতিকার প্রয়োজন।
প্রতিকার – ওঁ ক্লীং উদ্ধৃতায় উদ্ধারিণে নমঃ (জপমন্ত্র)
কবচ – তারা কবচ ধারণ
স্তোত্র – ভগবান হনুমানজির চালীশা পাঠ।


