ঈদ
সুমিতা পয়ড়্যা
আজকের
ঈদ বিলিয়ে দেওয়ার ঈদ উৎসবের তরে
সকলে সকলের তরে বন্ধু বন্ধুর ঘরে ঘরে।
উদ্বৃত্তের দানে ক্ষুধার্তের ক্ষুধার অন্ন অন্নময়
হৃদয় হল বিনিময়; ঈদ মোবারকে সাম্যের জয়।
রাজা নয় প্রজাও নয়; বড় নয় ছোট নয়
আমীর নয় ফকির নয়; একা আর কেউ নয়।
সকলে সবার; ঈদ মোবারক হৃদয়ের অধিকার
ভাইয়ে-ভাইয়ে কোলাকুলি আতর ঘ্রাণ চারিধার।
দ্বাদশীর চাঁদ ইশারা দেয় রাগে অনুরাগে
শাখা প্রশাখায় কিশলয় সুখ ঈদ মোবারকে।
ঈদ- উল- ফিতর দানের খয়রাতি
দান দিয়ে ভোগ করা নতুন বিধানে খ্যাতি।
ফিরিনি, শিমুই, মিষ্টি, পোলাও হরেক রকম খাবার
বছর বছর ঈদের আনন্দ ফিরে আসুক বারবার।
ঝগড়া বিবাদ ভুলে গিয়ে এক হবে সকলে আজ
ঈদগাহে একত্রিত হয়ে সবাই মিলে পড়বে নামাজ।
খোলাখুলি দুঃখ ভুলে জড়িয়ে ধরার দিন
হাসি মুখে খুশির ঈদে শোধ হবে সব ঋণ।
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
কল্যাণেরই বার্তা হাজির প্রেম প্রীতির তাগিদ।
হিংসা দ্বেষ ভুলে গিয়ে সহমর্মিতায় ভালোবাসা জাগ্রত
মানুষের সমান অধিকারে মানুষ খুশি ঈদগাহ মুখরিত।
আসল কথা ঈদ মানে মানবতার গান
সবকিছু মানুষের জন্যই এটাই আদর্শ মূল্যবান।
ঈদ মানে জমায়েত হওয়া
ঈদ মানে খুশি, আনন্দ, অভ্যাস
ঈদ মানে স্রষ্টার উপাসনা করা
ঈদ মানে শান্তির বার্তায় বলা
ঈদ মানে স্বর্গীয় পশুত্বকে বিসর্জন দেওয়া
ঈদ মানে সম্প্রীতি উৎসব আনন্দ গান গাওয়া
ঈদ মানে আত্মত্যাগের ঈদ
ঈদ মানে পুনরাগমনের ঈদ
ঈদ মানে পুরুষদের তাকবীর বলা
ঈদ মানে সাক্ষাতের কালে তাকাব্বালাল্লাহু মিন্ন ওয়ামিনক বলা (ঈশ্বর ভালো কাজ কবুল করুন)
ঈদ মানে ঈদ মোবারক শুভেচ্ছা বিনিময়
ঈদ মানে সালাত আদয়
ঈদ মানে সওয়াবের (পুণ্যের কাজ)ঈদ
ঈদ মানে হেলালি (ফিরে আসা)ঈদ
ঈদ মানে ঈদ-উল-ফিতর (রোজার ঈদ /রমজানের ঈদ)
ঈদ মানে ঈদ- উল- আযহা (বকরি ঈদ/খুশির ঈদ)
ঈদ মানে প্রতীকী সর্বশ্রেষ্ঠ ত্যাগ
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-