ঈদ মোবারক

কলমে – শ্রী সুবোধ চন্দ্র সরকার

এম.কম., এল.এল.বি. (আইনজীবি)

মোঃ–9477443110 / 9330956986

প্রতি বছর ইসলাম ধর্মাবলম্বী গন,

মহা সমারোহে ঈদ উৎসব করেন পালন।

 ইসলামীয় ক্যলেন্ডারে মাস নবম  হল রমজান মাস ,

ধর্মপ্রান মুসলমান ভাইজানেরা রাখেন রোজা দিনে করি উপবাস।

 

সকাল হতে সন্ধ্যাবধি না করি জল গ্রহণ,

দিনশেষে ফলমূল সহ নানা খাবারে ভাঙেন অনশন।

কৃচ্ছ সাধনে পুরো রমজান মাস কাটায়,

মাসের শেষে ঈদ মোবারক উৎসবে সকলকে মাতায়।

প্রথম ইদল ফিতর হয় পালিত,

তাহা খুশির ঈদ নামে

পরিচিত।

পরে আসে ইদ-উল-আজ -হা,

কুরবানীর ঈদ নামে অভিহিত তাহা।

অফিস কাছারি স্কুল

কলেজ থাকে বন্ধ,

চৌদিকে মুসলিম ভাইয়েরা মাতায় উৎসবের গন্ধ।

নতুন পোশাকে জানায় ঈদ মোবারক একে অপররে,

ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা ওঠে মেতে ঘরে ঘরে।

 223 total views,  2 views today