হিউম্যান রাইটস
কলমে – প্রদীপ মিশ্র, হলদিয়া
মানুষ বাঁচে তার অধিকার নিয়ে, গড়ে তারই ঘর
সম্মানের এই শিকড় দিনরাত জাগো হে প্রহর।
খাদ্য, বস্ত্র, চিকিৎসা পেলে জয় করে সব ক্ষয়,
মানবাধিকার রক্ষায় তাই জাগে হৃদয়-সয়।
শিশুর মুখে হাসি ফোটাও, শিক্ষা হোক সে আলো,
যেখানে নেই জোরের খেলা, সেখানেই থাকে ভালো।
নারী হোক মর্যাদাময়ী, সম মর্যাদায় পাক সে ঠাঁই,
ঘরে বাইরে লড়ুক আজ, নিঃশ্বাস শুদ্ধ স্বাধীনতায়।
কারও গায়ে লাঠি চলে না, নিপীড়ন হোক শেষ,
অধিকার মানে সুযোগ মানবতার মহাসমাবেশ।
দলিত, শ্রমিক, পথের মানুষ, সবই তো নাগরিক,
সমাজ তাদের ছুঁয়েও মানে না, এ কেমন নৈতিক?
ধর্ম, বর্ণ, জাতের ভেদে ভাগ হবে না ভিন্ন কেউ,
অধিকার হোক সর্বজনীন বহে আলো বন্যার ঢেউ।
শোষণ থামাও, দাও তাদের কাজের ন্যায্য দাম,
সমতা মানে কেবল কথা নয়, কর্মসূচিতে সম্মান।
কথা বলো যে কাঁদে চুপে, মুখ থুবড়ে পড়ে হায়,
সে-ও মানুষ, তারও তরে অধিকার সকলে চাই।
বিচার হোক স্বচ্ছভাবে, ক্ষমা নয় কোন অপমান,
গরীব, ধনী একই কাজে পাক ন্যায়েরই সম্মান।
বন পাহাড় নদী-জমি, স্বত্য কারো নয় একার,
প্রকৃতিরও আছে অধিকার, রক্ষাও হোক সবার।
শিশু হোক না বাল্যবিবাহে হারিয়ে যায় স্বপ্নমালা,
বাধা দাও, এগিয়ে চলো, বুঝিয়ে দাও কষ্টের জ্বালা।
যারা চুপ করে সহে সব, তারা মুখ ফুটে বলো,
তুমি মানুষ, মানুষই তো, সমাজকে জাগিয়ে চলো।
বিশ্ব আজ তাই ডাকছে চেয়ে মানবিক এই রীত,
যেখানে চেতনা বাঁচে, নাই অগ্নিতে বঞ্চনার ঘৃত।
বর্ণ নয়, ধর্ম নয়, নয় কোটিপতির কোনরকম নাম,
অধিকার মানে সম্মান হোক, হোক সমতার কাম।
ভাষা হোক না বাধা আর, প্রতিবন্ধকতা সৃষ্টি নয়,
মনের ভাষায় গড়ুক সেতু, ভ্রাতৃত্বেরই যেন জয় হয়।
সমাজসেবায় লাগুক প্রাণ, ভালোবাসা হোক ধ্যান,
রক্ত নয়, দাও ভালবাসা, করো না কারো অপমান।
মানুষকে চিরে চিরে দেখো, রক্ত এক রঙ্গেতে রাঙা,
অধিকার রক্ষায় জ্বলে উঠুক মানবতার চিরাগ খানা।।
বিষয়: মানবাধিকার (Human Rights) ও সমাজসেবা
ছন্দ: দ্বিপদী
মূল বার্তা: সমতা, সহানুভূতি, ন্যায়, প্রতিবাদ, সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ
79 total views, 4 views today