আকাশের পানে চেয়ে

কলমে – কৃষ্ণা দাস

সীমানা হীন আকাশের নিচে আমরা সবাই একসাথে বাস

করি,সৃষ্টির আদি থেকে।

একটিমাত্র আকাশ! নেই তো

ভেদাভেদ,আকাশের গায়ে!!

ধরিত্রী দিয়েছে শষ্য,শ্যামলায়

ভরে,পৃথিবীর প্রান্তে প্রান্তে ভরে।

প্রকৃতি হাসে,কিশলয় মেলে,ফুলের সৌরভে

হিংসা,বিদ্বেষ ছড়িয়ে মানুষ

করছে ধ্বংস সুন্দর পৃথিবীকে।

হৃদয়ের ভালোবাসা,পাথরে হয়েছে রুপান্তরিত।

গোলাপের সৌন্দর্য নেয় না তারা

কাঁটার সন্ধানে সময় ব্যাস্ত।

সৃষ্টির সত্যকে রেখে আড়ালে

করছে শুধু সৃষ্টি,নকল পৃথিবী!

সত্যের সন্ধানে,বিমুখ কেন?

পারবে কি করতে সৃষ্টি একটি

নতুন পৃথিবী?

সৃষ্টির কোলে,নেই বিভেদ,নেই

কোনো বাঁধা,গভীর চেতনায়

মনন শীলতা পুষ্ট হয়,সৃষ্টির

আদি কথা।

আকাশের গায়ে খচিত নেই তো,দেশ,সাদা,কালোর ছাপ

মানুষ করেছে সমস্ত ছাপ,নিজের খেয়ালে আঁকা।

আকাশের নীচে,একই পরিবার! একই হৃদয়ের ভাষা!

দুঃখ,বেদনার,একই ধারা নয় কি? অশ্রুর স্রোতের ধারা?

 208 total views,  2 views today