হয়তো তোমারি জন্য

 কলমে – আনন্দময়ী চট্টোপাধ্যায়

গ্রাম + পোঃ বন রাধানগর, থানা-বিষ্ণুপুর, জেলা – বাঁকুড়া

 

হয়তোবা প্রয়োজন ছিল-

না হলে এমন কেন হবে?

এই শেষ বেলা যাবার সময়-

তব নাম হৃদে লেখা হবে।

বসন্তের আগমন শেষ,

চৈত্রের যাত্রা  যাবে শুরু,

ঝরা পাতা সাথে ঝরে গেছে-

চাওয়া পাওয়া বুক দুরু দুরু।

তখন কেন যে চলে আসে-

হঠাৎ করেই এক ঝাঁক-

স্বপ্নের খেলাঘর মাঝে-

স্বপ্নীল রেখা আক বাঁক।

বলিরেখা কোকড়ানো ত্বকে,

মরুভূমি মরীচিকা সম-

ছোট ছোট লাল নীল ফুল-

কন্টক বৃক্ষে অনুপম।

সেফুল সুগন্ধ সৌরভ হীন,

কামনা বাসনা নির্লিপ্ত নিরাকার,

যে ফুলের মাঝে আছে শুধু-

যন্ত্রণা আর হাহাকার।

লুকানো থাকবে তাতো হৃদে-

কিন্তু কাটা ফুটে রক্ত ঝরে-

সে রক্তের দাগ চিরস্থায়ী-

গাঁথা রবে অন্তরে অন্তরে।

হয়তোবা তোমারই জন্য-

এই শেষ চাওয়া টুকু ছিল-

লুকিয়ে মনের কোন কোনে-

শেষ ক্ষণে দেখা দিয়ে গেল।।

Loading