হাসি ও খুশি

কলমে – শ্যামল মুখার্জ্জী
আমরা দুই বোন,
হাসি হাসলে পরে
আমার খুশি থাকে মন।
খুশি বলে হাসিকে
তোমায় হাসতে হবে,
হাসি বলে হাসির জিনিস হলে
তবেই আমার হাসি পাবে।
খুশি বলে তুমি হাসলে পরে,
আমার মন যায় খুশিতে ভরে।
হাসি বলে যদি আনন্দ থাকে মানুষের পাশে,
তবেই আমার মনে হাসি আসে।
খুশি বলে আমি সব সময়
খুশি থাকতে রাজি,
কিন্তু দুঃখ এসে যায়,
দুঃখ ব্যাটা বড় পাজী।
হাসি বলে দুঃখকে তাড়াও,
মানুষের মন খুশিতে ভরাও।
এসো আমরা দুই বোন
আমরা একসাথে থাকি,
সমস্ত মানুষের মন
হাসিখুশিতে ভরে রাখি।
459 total views, 2 views today











