হারিয়ে গেলে কোথায় ?

কলমে- নুপুর নন্দী

308 / শ্যামনগর রোড, কলকাতা-55

********

জীবন থেকে হারিয়ে গেলে

জানতাম না এমন –

অন্ধকারে অচেনা পথ

পাড়ি দিলাম এখন ।

ভুল মানুষকে ভালোবেসে

অনেক সাজা পাই –

বড় মায়ায় পড়ে আমি

আজব জীবন কাটাই ।

নিঃসার্থ ভাবে ভালোবেসে

ভুলতে পারিনি কভূ –

জীবন আমার হারিয়ে গেল

সুখ পেলাম না শুধু ।

আজ ও ভুলতে পারিনি আমি

সেদিনের কথা ভেবে –

কোন কারনে জীবন থেকে

তুমি হরিয়ে গেলে ?

আমি না হয় হেরে গেলাম ,

নীভে যাক জীবনের আলো-

তবু ও তুমি সুখী হও

এটাই আমার ভালো ।

একদিন তুমি আমার ছিলে

কথা দিয়েছিলে আমায় –

হাতে হাত রেখে কাটাব দুজনে

হারিয়ে গেলে কোথায় ?

Loading